Saturday, August 22, 2015

Plain cake


প্লেইন কেক 

উপকরণ 

Plain cake১) ময়দা ১ কাপ 
২) ডিম ৪ টা 
৩) চিনি ১ কাপ 
৪) তেল ও  ঘি/মাখন  ১ কাপ 
৫) বেকিং পাউডার ১ চা চামচ 
৬) ভেনিলা এস্সেন্স ১ চা চামচ 

প্রণালী 

প্রথমে একটি পাত্রে বিটার মেশিন দিয়ে ডিমের সাদা অংসগুলো ফেটে নিতে হবে। এরপর, চিনি দিয়ে ফেটতে হবে। এর মধ্যে একে  একে ডিমের কুসম, ভেনিলা এস্সেন্স দিয়ে ভালোভাবে ফেটতে হবে। এরপর পাত্রের উপর চালনি রেখে ময়দা ও বেকিং পাউডার চেলে মিশ্রনের সাথে আস্তে আস্তে মিলাতে হবে। সবশেষে তেল ও ঘি মেলাতে হবে। এরপর বেকিং পাত্রে সামন্য ঘি দিয়ে তার উপর ময়দা ছিটায় গ্রিস করে নিতে হবে। 

তারপর ৩৪০ ডিগ্রী সেন্টিগ্রেট এ  ৩০ থেকে ৪০ মিনিট বেক করতে হবে বেক ওভেনে।

(বিকল্প পদ্ধতি: যারা মাইক্রোওয়েভ এ বেক করতে চান তারা বেকিং অপসন দিয়ে, ৬ মিনিট বেক করবেন। পাত্রটি মাইক্রোওয়েভ ওভেন প্রুভ হতে হবে। )




My mommy's recipes

নিত্য নুতন খাবারের প্রতি আমাদের আকর্ষন চিরকালের। বিশেষ করে আমরা বাংলীরা ভোজন রসিক। আর সে খাবার মজাদার হলে তো কথাই নেই। কিন্ত  সমস্যাটা হলো যে  আমরা সব প্রকারের খাবার  বানাবার নিয়ম কানুন জানি না।  এই জন্য আমাদেরকে রেসিপি অনুসরণ করা প্রয়োজন পরে  যদি খাবারটা নুতন হয়।

আমার অনেক দিন ধরে ইচ্হে ছিলো যে রান্নাবান্না নিয়ে কিছু করব, আর রান্নাবান্না আমার সখ  । আম্মুর কাছ থেকেই  আমার রান্নাবান্নার হাতেখরি। তাই এই  ব্লগ এ তারই লেখা বই এর কিছু মজাদার রান্নার রেসিপি প্রকাশ করলাম। আশা করি আপনাদের রেসিপিগুলো ভালো লাগবে।
আজকে অগাস্টের শেষের দিক, হেমন্ত আমাদের দরজার দার প্রান্তে, এই কারণে আমি পিটে পুলি দিয়ে শুরু করতে চাই।

সুজি ডিমের দুধের রস পিঠা
উপকরণ :
প্রণালি :
১) ডিম ২টা, ২) সুজি ১ কাপ, ৩) চিনি ৪ টেবিল চামচ,
৪) ভাজার জন ̈ তেল পরিমাণ মতো, ৫) লবণ ১ চিমটি,
৬) সিরার জন ̈ দুধ ১ কেজি, ৭) চিনি ১ কাপ।
প্রথমে ডিম ফেটে সুজি ১ কাপ, চিনি ২ টেবিল চামচ দিয়ে
ভালোভাবে খামির করে নিতে হবে, লবণ সামান ̈ দিতে হবে।
চুলায় তেল গরম করে ছোট গোলা গোলা করে সুজির পিঠা
ভাজতে হবে বাদামি করে। দুধ, চিনি সিরা করে গরম দুধের
সিরায় সুজি পিঠা ১৫ মিনিট ঢেকে রেখে নামাতে হবে। হয়ে
গেল সুজি ডিমের দুধের রস পিঠা। খুব নাম হবে পিঠাটির।